বুধবার,

০৮ মে ২০২৪,

২৫ বৈশাখ ১৪৩১

বুধবার,

০৮ মে ২০২৪,

২৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

সাতক্ষীরায় সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত মহড়া 

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২২, ১ জুলাই ২০২১

Google News
সাতক্ষীরায় সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত মহড়া 

আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত মহড়া

সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথমদিনে সাতক্ষীরায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিষ্ট্রেট ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলার সাতটি উপজেলায় নামানো হয়েছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা শহর মহড়া দেয় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেলায় সেনাবাহিনীর ১০ টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সাত উপজেলায় সাতটি প্রেট্রোল টিম ও রিজার্ভ রাখা হয়েছে আরো তিনটি প্রেট্রোল টিম।

এছাড়া জেলায় তিন প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন সদস্য নামানো হয়েছে। জেলায় একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমান আদালত টহল দিচ্ছে।

তিনি আরো  জানান, জেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অকারণে বের হলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

এদিকে, লকডাউনে শহরের অধিকাংশ দোকারপাট বন্ধ রয়েছে। শুধুমাত্র জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। এছাড়া শহরের বিভিন্ন স্থানে অল্পসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 
 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের