রোববার,

১৯ মে ২০২৪,

৫ জ্যৈষ্ঠ ১৪৩১

রোববার,

১৯ মে ২০২৪,

৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Radio Today News

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ২ বাংলাদেশি নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৭, ৮ মে ২০২৪

আপডেট: ১০:৫৯, ৮ মে ২০২৪

Google News
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ২ বাংলাদেশি নিহত

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) দিবাগত গভীর রাতে তাদের গুলি করে হত্যা করা হয়। 

নিহতরা হলেন, ইয়াসিন আলী (২৩) ও আব্দুল  জলিল (৪০)। তাদের একজনের বাড়ি সীমান্ত সংলগ্ন ভরমাতুলপাড়া এবং আরেকজনের বাড়ি মাগুরা এলাকায়।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ওই দুই যুবক সীমান্তের তারকাটা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তারা সীমান্তের ৪৪৭/৫ আর পিলারের কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। গুলি লাগার সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়। হত্যার পর তাদের ভারতে নিয়ে যাওয়া হয়। 

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. যুবায়ের হাসান পিএসসি জানায়, ঘটনার পরেই আমরা খবর পেয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তাদের লাশ ফেরতের প্রক্রিয়া চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের