বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

দিনাজপুরে ৬৪ বছরে সর্বোচ্চ তাপমাত্রা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৩, ১ জুন ২০২৩

Google News
দিনাজপুরে ৬৪ বছরে সর্বোচ্চ তাপমাত্রা

দিনাজপুরে ৬৪ বছর পর আজ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আগামী ১০ তারিখ পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই এই জেলায়। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুরে ১৯৫৮ সালের ৩ জুন দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪১ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আজ বৃহস্পতিবার বেলা ৩ টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রী সেলসিয়াস। এটি এ মৌসুমের সর্বোচ্চ। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ২৪% এবং বাতাসের গতিবেগ ছিল ৪ নটস।

তীব্র দাবদাহের ফলে নাজেহাল হয়ে পড়েছেন এ জেলার মানুষ। খুব একটা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না তারা। সব থেকে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র রোদে তারা ঠিকভাবে কাজ করতে পারছেন না, হাঁপিয়ে যাচ্ছেন অল্পতেই।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের