মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

তাবলিগ জামাতে চেতনানাশক খাইয়ে ১৩ জনের সর্বস্ব লুট

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১:২২, ২৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২১:২২, ২৫ সেপ্টেম্বর ২০২১

Google News
তাবলিগ জামাতে চেতনানাশক খাইয়ে ১৩ জনের সর্বস্ব লুট

ছবি: সংগৃহীত

পটুয়াখালী শহরের একটি মসজিদে তাবলিগ জামাতে আসা ১৩ সদস্যকে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে সবকিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরদিন শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অসুস্থ তাবলিগ জামাতের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে ওঠেন তারা ১৫ জন। সকাল থেকে ধর্মের প্রতি স্থানীয়দের দাওয়াত দেন তারা। এরপর রাতে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েন। ফজরে সময় তাবলিগের দুই সদস্য ঘুম থেকে উঠে বাকি ১৩ সদস্যকে ঘুমাতে দেখে বিষয়টি স্থানীয়দের। পরে অচেতন অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরকম ঘটনা পটুয়াখালীতে এই প্রথম বলে জানান তাবলিগ জামাতের সাথে সংশ্লিষ্টরা।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনর্চাজ আখতার মোরশেদ জানান, ঘটনা জানার পরই পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের