রোববার,

২৮ এপ্রিল ২০২৪,

১৫ বৈশাখ ১৪৩১

রোববার,

২৮ এপ্রিল ২০২৪,

১৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাজার নিয়ন্ত্রণে মেহেরপুরে অভিযানে জরিমানা আদায়

মাজেদুল হক মানিক, মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০২, ১৯ সেপ্টেম্বর ২০২৩

Google News
বাজার নিয়ন্ত্রণে মেহেরপুরে অভিযানে জরিমানা আদায়

মেহেরপুরে বাজার নিয়ন্ত্রণে চলছে অভিযান

সরকারি দর নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ ও ডিম কেনাবেচা নিশ্চিত করতে মেহেরপুরের কাঁচাবাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ একটি দল। আজ মঙ্গলবার দুপুরের এ অভিযানের নেতৃত্বে ছিলেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস ও রিফাত জাহান।

অভিযানে মেহেরপুর শহরের কাঁচা বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। সবজি আড়তে মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় থাকায় নবাব ভান্ডারকে তিন হাজার টাকা ও সবজি ভান্ডারের মালিকের কাছ থেকে দুই হাজার টাকা জরিমান আদায় করা হয় ভ্রাম্যমাণ আদালতে।

কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সরকারের বেধে দেয়া দামে বাজারে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি হচ্ছে কি না তা তদারকি করতে মাঠে নামে জেলা প্রশাসন ও কৃষি বিপণন কর্মকর্তার সমন্বয়ে একটি দল। এ সময় শহরের কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কোন আড়তেই আলুর অস্তিত্ব খজে পাওয়া যায়নি। আর খুচরা বাজারে আগের দরেই আলু বিক্রি করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের