বাজার নিয়ন্ত্রণে মেহেরপুরে অভিযানে জরিমানা আদায়

শুক্রবার,

৩১ অক্টোবর ২০২৫,

১৬ কার্তিক ১৪৩২

শুক্রবার,

৩১ অক্টোবর ২০২৫,

১৬ কার্তিক ১৪৩২

Radio Today News

বাজার নিয়ন্ত্রণে মেহেরপুরে অভিযানে জরিমানা আদায়

মাজেদুল হক মানিক, মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০২, ১৯ সেপ্টেম্বর ২০২৩

Google News
বাজার নিয়ন্ত্রণে মেহেরপুরে অভিযানে জরিমানা আদায়

মেহেরপুরে বাজার নিয়ন্ত্রণে চলছে অভিযান

সরকারি দর নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ ও ডিম কেনাবেচা নিশ্চিত করতে মেহেরপুরের কাঁচাবাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ একটি দল। আজ মঙ্গলবার দুপুরের এ অভিযানের নেতৃত্বে ছিলেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস ও রিফাত জাহান।

অভিযানে মেহেরপুর শহরের কাঁচা বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। সবজি আড়তে মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় থাকায় নবাব ভান্ডারকে তিন হাজার টাকা ও সবজি ভান্ডারের মালিকের কাছ থেকে দুই হাজার টাকা জরিমান আদায় করা হয় ভ্রাম্যমাণ আদালতে।

কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সরকারের বেধে দেয়া দামে বাজারে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি হচ্ছে কি না তা তদারকি করতে মাঠে নামে জেলা প্রশাসন ও কৃষি বিপণন কর্মকর্তার সমন্বয়ে একটি দল। এ সময় শহরের কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কোন আড়তেই আলুর অস্তিত্ব খজে পাওয়া যায়নি। আর খুচরা বাজারে আগের দরেই আলু বিক্রি করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের