বুধবার,

০৮ মে ২০২৪,

২৫ বৈশাখ ১৪৩১

বুধবার,

০৮ মে ২০২৪,

২৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

সবজির বাজার রক্ষার দাবীতে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৭, ৩ অক্টোবর ২০২১

আপডেট: ০৩:৩০, ৩ অক্টোবর ২০২১

Google News
সবজির বাজার রক্ষার দাবীতে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন

ছবি: রেডিও টুডে

সাতক্ষীরার শ্যামনগরে সবজির বাজার রক্ষার দাবীতে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন পালন করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

আজ শনিবার (২ অক্টোবর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলার নকিপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টের নির্দেশকে অপব্যাখা করে উপজেলা প্রসাশনের কতিপয় কর্মকর্তা মোটা অংকের অর্থের বিনিময়ে সবজির বাজারের চাঁদনি উচ্ছেদ করে তা অব্যবসায়ীদের ইজারা দিয়ে ক্ষুদ্র সবজি ব্যবসায়িদের পেটে লাথি মেরেছেন।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে মাথা ও সশরীরে সাদা কাফনের কাপড় পরে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানান তারা। বক্তারা এ সময় সবজির বাজার রক্ষার জোর দাবী জানান।

বীর মুক্তিযোদ্ধা হারুনার রশিদের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু সাঈদ, সমাজ কর্মী মাহবুব এলাহী, ব্যবসাহী আব্দুর রহমান, আক্তার হোসেন, মঙ্গল মন্ডল, রাইসুল ইসলাম প্রমুখ।

রেডিওটুডে নিউজ/জেএফ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের