মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

পটুয়াখালীতে ভয়াবহ আগুন, ৫০টি দোকান পুড়ে ছাই

পটুয়াখালি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৫, ৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৯:৩০, ৭ অক্টোবর ২০২১

Google News
পটুয়াখালীতে ভয়াবহ আগুন, ৫০টি দোকান পুড়ে ছাই

ছবি: সংগৃহীত

পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকায় আগুনে পুড়ে গেছে অন্তত ৫০টি দোকান।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরের দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানায়, হঠাৎই একটি দোকানে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশিরভাগই চালের আড়ত। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ১০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তারা অভিযোগ করেন ফায়ার সার্ভিস আসতে দেরি করায় ক্ষয়ক্ষতি বেড়েছে।

ব্যবসায়ীরা আরও জানান, মার্কেটটি ভেঙে বহুতল ভবন করার জন্য সম্প্রতি তাদের সরে যাওয়ার জন্য বলা হয়েছিলো।

রেডিওটুডে নিউজ/এসএস/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের