মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

১ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

১ আশ্বিন ১৪৩২

Radio Today News

ঈদ বোনাসসহ বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৫০, ১ এপ্রিল ২০২৪

Google News
ঈদ বোনাসসহ বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় বিক্ষোভে নেমেছেন কেয়া নীট কম্পোজিট লিমিটেড করাখানার শ্রমিকেরা। সোমবার (১ এপ্রিল) ভোর ৬টা থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। ওই কারখানায় প্রায় ৮ হাজার শ্রমিক রয়েছে।

কেয়া নীট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের দাবি, গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেই, দিচ্ছি বলেও দিচ্ছে না। দীর্ঘদিন ধরে এমন তালবাহানা করে আসছে মালিক কর্তৃপক্ষ। তবে বকেয়া বেতন ছাড়াও ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শ্রমিকেরা।

কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, সকাল থেকে বেতনের দাবিতে কেয়া নীট কম্পোজিট কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের