দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা, নিহত ১০

সোমবার,

২২ ডিসেম্বর ২০২৫,

৮ পৌষ ১৪৩২

সোমবার,

২২ ডিসেম্বর ২০২৫,

৮ পৌষ ১৪৩২

Radio Today News

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ২২ ডিসেম্বর ২০২৫

Google News
দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা, নিহত ১০

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উপকণ্ঠে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হামলায় ১০ জন  নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। 

রোববার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের বন্দুক হামলার ঘটনা। 

বিবিসি জানায়, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকার্সডাল টাউনশিপে এ হামলা হয়। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে। অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। 

গাউতেং প্রদেশ পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি বলেন, ১০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিবিসি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের