বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার দিন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটানো হতে পারে। যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা সেটাকেই খুব বড় করে দেখাবে।
লাল গোলাপখ্যাত জনপ্রিয় উপস্থাপক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এ মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, আমি বিএনপির আয়োজকদের সতর্ক থাকতে বলছি। তারেক রহমান যেদিন ফিরবেন এবং পরবর্তী কয়েকদিন যেন কোন বিচ্ছিন্ন ঘটনা না ঘটে। এটা খুবই জরুরি।
রোববার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক রেডিও, টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এ মতবিনিময় সভা করে বিএনপি।
শফিক রেহমান বলেন, ‘সাংবাদিকদের দায়িত্ব সমালোচনা করা। কিন্তু প্রশংসা করাও তাদের দায়িত্বের মধ্যেই পড়ে, এটা মনে রাখতে হবে।
স্মৃতিচারণ করে জানান, যখন যায়যায়দিন ফিরে পেলাম তখন সম্পাদনা বিভাগকে বলেছি, তোমরা খেয়াল রাখবে ব্যক্তিগত বা সরকারিভাবে ছোটখাট প্রশংসার কাজ হলে সেটা সম্পাদকীয়তে লিখবে। খালি সমালোচনাই করো না।
গণমাধ্যম কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিক হওয়া মানেই ফ্রি লাইসেন্স পেয়ে সরকারের সমালোচনা করা নয়।
এছাড়াও সাংবাদিকরাও ভুল করতে পারে-এই কথাটা বলার জন্য তিনি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে ধন্যবাদ জানান।
যায়যায়দিন-এর সম্পাদক বলেন, সরকারও ভুল করতে পারে, সাংবাদিকও ভুল করতে পারে। কিন্তু সবেচেয়ে বড় কথা হচ্ছে সেই ভুলটা স্বীকার করার সাহস থাকতে হবে।
মতবিনিময়ে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, দৈনিক যুগান্তরের আব্দুল হাই শিকদার, নির্বাহী সম্পাদক এনাম আবেদীন, সমকালের প্রকাশক একে আজাদ, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, আজকের পত্রিকা সম্পাদক কামরুল হাসান, আমার দেশ নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ইনকিলাব সম্পাদক আ ক ম বাহাউদ্দীন, ডেইলি সান সম্পাদক রেজাউল করিম লোটাস, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক খুরশিদ আলম, বাংলানিউজ সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল প্রমুখ অংশ নেন।
বিএনপি নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল, সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সদস্য শাম্মী আক্তার, মোর্শেদ হাসান খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান, ব্যারিস্টার আবু সায়েম, এডভোকেট ফারজানা শারমিন পুতুল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

