শুক্রবার,

২৫ অক্টোবর ২০২৪,

১০ কার্তিক ১৪৩১

শুক্রবার,

২৫ অক্টোবর ২০২৪,

১০ কার্তিক ১৪৩১

Radio Today News

ঈদে ট্রেনে মানুষের নির্বিঘ্নে বাড়ি যাওযার ব্যবস্থা করা হয়েছে: রেলমন্ত্রী

এম,দেলোয়ার হোসেন, রাজবাড়ীঃ

প্রকাশিত: ১৬:৩০, ১৪ জুন ২০২৪

আপডেট: ১৬:৩৮, ১৪ জুন ২০২৪

Google News
ঈদে ট্রেনে মানুষের নির্বিঘ্নে বাড়ি যাওযার ব্যবস্থা করা হয়েছে: রেলমন্ত্রী

ঈদুল ফিতরের মতো এ ঈদেও ট্রেনে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

শুক্রবার (১৪ জুন) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে জেলা পরিষদ ডাকবাংলাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, এবার শুধু আমরা ট্রেনে মানুষকেই পৌঁছে দিচ্ছিনা। ক্যাটল ট্রেনে গবাদি পশু পরিবহনের ব্যাবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে গবাদি পশু নিয়ে মানুষ নির্বিঘ্নে ঢাকার হাটগুলোতে আসছেন।

তিনি বলেন, আমি গতকাল কমলাপুর রেল স্টেশন ভিজিট করেছি। সেখানে ৩০ টি ট্রেন ইনটাইম ছেড়েছে। এক সেকেন্ডও এদিক সেদিক হয়নি। 

ঈদ শেষে মানুষ যাতে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, গোয়ালন্দে যে সকল ট্রেন বন্ধ আছে। অচিরেই তা চালু করা হবে। এ বিষয়ে বগী ও ইঞ্জিন আনার ব্যাবস্থা করার কাজ চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের