মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

রংপুরে পুলিশ হেফাজতে মৃত্যু: স্থানীয়দের থানা ঘেরাও, ভাঙচুর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৫:২৪, ২ নভেম্বর ২০২১

Google News
রংপুরে পুলিশ হেফাজতে মৃত্যু: স্থানীয়দের থানা ঘেরাও, ভাঙচুর

সংগৃহীত ছবি

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় পুলিশ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হারাগাছের নতুন বাজার বছি বানিয়ার তেপতি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তাজুল ইসলাম (৫৫)। তিনি হারাগাছের নয়াটারী দালালহাট গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

তাজুলের মৃত্যুর খবর জানাজানি হলে, বিক্ষুব্ধ এলাকাবাসী হারাগাছ মেট্রোপলিটন থানা ঘেরাও করে বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ করে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ও রাবার বুলেট ছুড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াবাজার বছি বানিয়ার তেপতি থেকে তাজুল ইসলামকে মাদকসহ আটক করে পুলিশ। এ সময় তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশি হেফাজতে নির্যাতনে মারা যান তাজুল ইসলাম। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের