ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার দ্বিতীয় তলার বারান্দার গ্লাস ভাংচুর করা হয়।
রোববার (৪ আগষ্ট) দুপুর দেড়টার দিকে একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়ে ভাংচুর করে।
মো. শরীফ আহমেদ ময়মনসিংহ-২ আসনের বর্তমান সংসদ সদস্য। এর আগেও তিনি এই আসনে আরও দুইবার সংসদ সদস্য এবং একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। খবরের সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ও ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সাবেক ভিপি মো. ফিরোজ আহমেদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ সময় বাসার প্রধান ফটক বন্ধ ছিল।
প্রতিমন্ত্রীর বাসার কেয়ারটেকার অনিক সরকার সানি বলেন, দুর্বৃত্তরা হঠাৎ স্লোগান দিয়ে বাসার সামনে এসে হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এই বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।
এমএমএইচ/রেডিওটুডে