মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

মসজিদে তাবলীগের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট

পটুয়াখালি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪১, ৫ ডিসেম্বর ২০২১

Google News
মসজিদে তাবলীগের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট

ছবি: সংগৃহীত

মসজিদে তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (০৪ ডিসেম্বর) রাতে পটুয়াখালি-কুয়াকাটা মহাসড়কের পাশে মহিপুরের একটি মসজিদে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে তাবলীগ জামাতের এক সদস্য জানান, রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তিনি টের পেয়ে দেখেন, তার টাকাপয়সা কিছু নেই। এরপর অন্যদের জাগানোর শত চেষ্টা করেও ব্যর্থ হন।

পরবর্তীতে ফজরের নামাজে স্থানীয় মুসুল্লিরা এসে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, তাদের খাবারের সঙ্গে চেতনানাশক খাওয়ানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়ের কাওছার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের