বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫,

১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫,

১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধসের আগাম সর্তকতা জারি: আবহাওয়া অধিদপ্তর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৪, ২৭ মে ২০২৫

Google News
রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধসের আগাম সর্তকতা জারি: আবহাওয়া অধিদপ্তর

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ভূমিধসের আগাম সর্তকতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 

অন্যদিকে ‘ভূমিধস’ প্রবণ এলাকা হিসেবে পরিচিত উখিয়া-টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে ঝুঁকি এড়াতে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়। 

সূত্র বলছে, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পাহাড়ি এলাকায় বসবাসরত রোহিঙ্গাদের সতর্কতা অবলম্বনের আগাম অনুরোধ জানিয়েছে ক্যাম্প প্রশাসন।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের চারটি বিভাগ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী (৮৮ মি. মি/২৪ঘন্টা) বৃষ্টিপাত বা ভারীবর্ষণ হতে পারে। 

সোমবার (২৬ মে) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

আবহাওয়া অধিদপ্তর থেকে জারিকৃত বার্তায় আরও উল্লেখ করা হয়, অতিবর্ষণের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের