বুধবার,

২৮ মে ২০২৫,

১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বুধবার,

২৮ মে ২০২৫,

১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৬, ২৬ মে ২০২৫

Google News
বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কার পাশাপাশি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ‘ঝুমুল’ নামে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। আগামী মঙ্গলবার (২৭ মে) লঘুচাপটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি জানায়, বুধবার (২৮ মে) থেকে দেশের ওপর সক্রিয় হতে পারে ‘ঝুমুল’ বৃষ্টিবলয়, যার প্রভাব ৩ জুন পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। এটি একটি পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয়, যা দেশের প্রায় সব অঞ্চলে গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত ঘটাতে পারে।

বিশেষত রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ‘ঝুমুল’-এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। এছাড়াও রাজধানী ঢাকাসহ বরিশাল ও রাজশাহী বিভাগেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া হতে পারে।

এদিকে, মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বাড়তে পারে।

বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের