
বাংলাদেশিদের জন্য ড্রোন প্রযুক্তিতে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে চীন। আগ্রহীদের আগামী ১ জুনের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে ঢাকায় চীনা দূতাবাস। মঙ্গলবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ এপ্রিল জাতীয় সংসদ ভবনে একটি চীনা ড্রোন প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ এবং চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে এই আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করে।
এই ধারাবাহিকতায় চীনের ক্রোস্টারস ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ, বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশটির কারিগরি কর্মীদের জন্য এক মাসব্যাপী বিনামূল্যের ড্রোন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। প্রশিক্ষণটি আগামী জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি সাংহাইয়ে অনুষ্ঠিত হবে এবং ইংরেজি মাধ্যমে পরিচালিত হবে।
প্রশিক্ষণ কর্মসূচিটি দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে:
প্রথম পর্যায়: ড্রোন তৈরির পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান এবং প্রোগ্রামিং দক্ষতা কভার করে কোর্স। (১-২ সপ্তাহ)
দ্বিতীয় পর্যায়: ক্রোস্টারসের মালিকানাধীন ড্রোন মডেলগুলির জন্য বিশেষভাবে প্রোগ্রামিংয়ের উপর উন্নত কোর্স। (১-২ সপ্তাহ) প্রতিটি পর্যায়ের সঠিক সময়কাল অংশগ্রহণকারীদের বিদ্যমান কম্পিউটার সাক্ষরতা এবং প্রোগ্রামিং অভিজ্ঞতার ওপর নির্ভর করবে।
কোর্সের সময়কাল নির্ধারিত হবে অংশগ্রহণকারীদের বিদ্যমান কম্পিউটার দক্ষতা ও প্রোগ্রামিং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে।
আগ্রহীরা [[email protected]](mailto:[email protected]) ইমেইলে আগামী ১ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।
রেডিওটুডে নিউজ/আনাম