বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫,

১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫,

১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

‘সচিবরা জুলাইয়ের বিরুদ্ধে নেমেছেন, কপালে শনি আছে’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৬, ২৬ মে ২০২৫

Google News
‘সচিবরা জুলাইয়ের বিরুদ্ধে নেমেছেন, কপালে শনি আছে’

সরকারি চাকরি আইন সংশোধনের মাধ্যমে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা তিন দিন ধরে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। আজ সোমবার (২৬ মে) বিকেল ৪টার মধ্যে তাদের সঙ্গে কথা না বললে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এদিন দুপুরে সচিবালয়জুড়ে বিক্ষোভ শেষে গেটগুলোর সামনে অবস্থান নেন কর্মকর্তা ও কর্মচারীরা। এতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ১, ২ ও ৪ নম্বর গেট বন্ধ করে দেয়।

এ দিকে সচিবালয়ের এই আন্দোলনকে সংস্কারবিরোধী অবস্থান হিসেবে আখ্যা দিয়েছেন অনেকেই।
 
আজ সোমবার এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এনসিপির নেতা রিফাত রশীদ।

নিজের পোস্টে তিনি লিখেছেন, সচিবরা সংস্কারের বিরুদ্ধে নেমেছেন মানে জুলাইয়ের বিরুদ্ধে নেমেছেন। আমরা একবার এটাকে সিভিল ক্যু হিসেবে ধরে নিলে কিন্তু কপালে শনি আছে সচিবরা। সাবধান...

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের