বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫,

১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫,

১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

সচিবালয়ে সকল আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৩, ২৭ মে ২০২৫

Google News
সচিবালয়ে সকল আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সঙ্গে বৈঠকের পর আপাতত সকল আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে ঐক্য ফোরাম। আগামীকাল বুধবার (২৮ মে) সকাল ১০টায় মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনার আগে পর্যন্ত আর কোনো কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে আন্দোলনে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় তাদের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হবে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। সেই পর্যন্ত কোনো আন্দোলন না করার কথা ঐক্য ফোরামকে জানানো হয়েছে। তারা আশ্বস্ত করেছে যে, আগামীকাল থেকে তারা কর্মসূচি পালন করবে না।’

এ সময় ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ‘ভূমি সচিব আমাদের দাবির বিষয়ে একমত হয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকালের কর্মসূচি স্থগিত থাকবে। সরকারের পরবর্তী পদক্ষেপের ভিত্তিতে আমরা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবো।’

তিনি আরও বলেন, ‘কর্মচারীরা সচিবের সঙ্গে আলোচনা করে আগামীকালের পূর্বঘোষিত কর্মসূচি বাতিল করেছে। আমরা এখন মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছি।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের