
সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। সে হিসেবে বাংলাদেশে তার পরের দিন অর্থাৎ ৭ জুন পবিত্র ঈদুল আজহা পালন হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় সন্ধ্যায় গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গালফ নিউজ জানায়, সৌদিতে বুধবার থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে। ইসলাম ধর্ম মতে, আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ফলে দেশটিতে আগামী ১০ জিলহজ বা ৬ জুন শুক্রবার ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হবে। ।
সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরের দিন বাংলাদেশে ঈদ পালন হয়। সে হিসেবে সৌদিতে আগামী ৬ জুন ঈদুল আজহা হলে বাংলাদেশে ৭ জুন ঈদের তারিখ অনেকাংশে নিশ্চিত হওয়া যায়।
যদিও আগামীকাল ধর্ম মন্ত্রণালয়ের অধীন জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকের পর ঈদের তারিখ ঘোষণা করার কথা রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম