রোববার,

২৫ মে ২০২৫,

১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রোববার,

২৫ মে ২০২৫,

১১ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

হজ এজেন্সিগুলোর জন্য চারটি নির্দেশনা দিয়েছে সৌদি সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৬, ২৪ মে ২০২৫

Google News
হজ এজেন্সিগুলোর জন্য চারটি নির্দেশনা দিয়েছে সৌদি সরকার

পবিত্র হজ উপলক্ষে এজেন্সিগুলোর জন্য চারটি নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। শনিবার বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় চিঠি দিয়ে নির্দেশনাগুলো বিভিন্ন হজ এজেন্সিকে জানিয়েছে।

চিঠিতে বলা হয়, চাঁদ দেখার ওপর নির্ভর করে ৫ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ ফ্লাইট শুরু হয়েছে গত ২৯ এপ্রিল, চলবে ৩১ মে পর্যন্ত। এ সময়ে হজ এজেন্সিগুলোকে সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

‘তথ্য সঠিকভাবে প্রদান ও প্রস্তুতি’ শীর্ষক প্রথম নির্দেশনায় বলা হয়, হজযাত্রীদের তথ্য নুসুক মাসার ও ই-হজ সিস্টেমে যথাযথভাবে আপলোড করতে হবে। একই সঙ্গে পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিমানবন্দর থেকে হজযাত্রীদের গ্রহণ এবং নির্ধারিত আবাসনে পৌঁছে দেওয়ার যাবতীয় প্রস্তুতি হজযাত্রার আগেই করতে হবে।

‘নুসুক আইডি ব্যবহার’ শীর্ষক দ্বিতীয় নির্দেশনা হলো সৌদি আরবে অবস্থানকালীন প্রত্যেক হজযাত্রীর জন্য নুসুক আইডি কার্ড পরা বাধ্যতামূলক। এ কার্ড ছাড়া পবিত্র মসজিদ ও অন্যান্য ধর্মীয় স্থানে প্রবেশ করা যাবে না।

‘অভিজ্ঞ গাইডের ব্যবস্থা’ নামে তৃতীয় নির্দেশনায় বলা হয়, হজযাত্রীদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি দলের সঙ্গে এমন গাইড রাখতে হবে, যারা মক্কা ও মদিনার পথঘাট সম্পর্কে অভিজ্ঞ। আর ‘জরুরি যোগাযোগ’ শীর্ষক চতুর্থ নির্দেশনা হলো হজ-সংক্রান্ত যে কোনো প্রশ্ন, অভিযোগ বা সমস্যা সমাধানে ২৪ ঘণ্টা চালু হেল্পলাইন নম্বর ১৯৬৬ এ যোগাযোগ করা যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের