
জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই—নির্ধারিত সময়েই হবে ভোট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এই সময়সীমা তিনটি রাজনৈতিক দলকেই জানিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার রাতে (২৪ মে) সন্ধ্যায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রত্যেক দলকে স্পষ্টভাবে জানানো হয়, নির্বাচন সময়মতোই হবে—না আগে, না পরে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘তিনটি দলকেই প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার এ সময়সূচিকে সমর্থন জানিয়েছে।’
এর আগে আন্দোলন, দাবি এবং প্রশাসনিক চাপের কারণে প্রধান উপদেষ্টার মধ্যে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথাও শোনা যায়। তবে এমুহূর্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি পরিষ্কার বার্তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন ড. ইউনূস।
বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামী—এই দুই দলের সঙ্গে পৃথক আলোচনায় সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করবে বলে পুনরায় আশ্বাস দেন তিনি। একই সঙ্গে জানা গেছে, কিছু গুরুত্বপূর্ণ সংস্কার ও জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করার পরই নির্বাচনের রোডম্যাপ প্রকাশের পরিকল্পনা রয়েছে সরকারের।
রেডিওটুডে নিউজ/আনাম