সোমবার,

২৩ জুন ২০২৫,

৯ আষাঢ় ১৪৩২

সোমবার,

২৩ জুন ২০২৫,

৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির জন্য মাদরাসা শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ: ইআবি ভিসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২০, ২৪ মে ২০২৫

আপডেট: ১৯:৩৮, ২৪ মে ২০২৫

Google News
ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির জন্য মাদরাসা শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ: ইআবি ভিসি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন, 'ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির জন্য মাদরাসা শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। কারণ মাদরাসা শিক্ষা ব্যবস্থা হলো আধুনিক, প্রায়োগিক, ধর্মীয় ও নৈতিকতার সমন্বয়ে একটি সম্মিলিত শিক্ষা ব্যবস্থা।' 

শনিবার (২৪ মে ২০২৫) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে মাদরাসার অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ১২ দিনব্যাপি 'একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ-২০২৫' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর মাদরাসার অধ্যক্ষদের উদ্দেশ্য করে বলেন, 'আপনাদের মূল কাজ হলো মাদরাসাগুলোতে ঠিকমত ক্লাস ও পাঠদান কার্যক্রম পরিচালনা করা এবং সত্ত্যিকারের দেশ, জাতি ও উম্মার নেতৃত্ব দিতে পারে এমন মেধাবী ও ডায়নামিক জনবল তৈরি করা।' দেশের উন্নতি সাধনে কাজ করতে পারবে এমন যোগ্যতা সম্পন্ন আলেম তৈরিতে উপস্থিত অধ্যক্ষগণের প্রতি নিরলসভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, 'মাদরাসা থেকে যদি ভালো আলেম বের হয় এটাই হবে আমাদের সকলের কাজের সার্থকতা।' অধ্যক্ষগণ এধরনের কর্মশালা থেকে ট্রেনিং নিয়ে মাদরাসার প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিরুপনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কর্মতৎপরতা বৃদ্ধি করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভা সঞ্চালনা করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোছাব্বির মোহাম্মদ মুছা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ রফিক আল মামুন প্রমুখ। দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত কামিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষগণ এই কর্মশালায় পর্যায়ক্রমে অংশ নেবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের