রোববার,

২৫ মে ২০২৫,

১০ জ্যৈষ্ঠ ১৪৩২

রোববার,

২৫ মে ২০২৫,

১০ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

ড. ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে `মার্চ ফর ইউনূস` কর্মসূচি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১১, ২৪ মে ২০২৫

Google News
ড. ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে `মার্চ ফর ইউনূস` কর্মসূচি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তিন থেকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে 'মার্চ ফর ইউনুস' কর্মসূচি পালন করছেন জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীরা। 

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তবে এই কর্মসূচি কোনো বিশেষ রাজনৈতিক দলের নয় জানান আয়োজকরা।   

শনিবার (২৪ মে) বিকেলে তারা রাজধানীর শাহবাগ মোড়ে ব্যানার ও পোস্টার নিয়ে সমবেত হন। 

আন্দোলনকারীরা জানান, তাদের মূল দাবি হলো ড. ইউনূসকে তিন থেকে পাঁচ বছর ক্ষমতায় রাখা এবং নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার সম্পন্ন করা।  

এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকার হিসেবে ঘোষণা করতে হবে বলেও দাবি জানান তারা।  

সমাবেশ আয়োজকরা জোর দিয়ে বলছেন, দেশে আগে ব্যাপক সংস্কার প্রয়োজন, তারপরই নির্বাচনের কথা ভাবা উচিত। একইসঙ্গে অন্তর্বর্তী সরকার থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোষীদের অবিলম্বে অপসারণ করতে হবে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের