
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে আরও শক্তিশালী রূপ নিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে ঢাকা বিভাগের পূর্বাংশ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। এদিন দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।
বুধবার (২৮ মে) দেশের বেশিরভাগ স্থানে, বিশেষ করে আটটি বিভাগের অধিকাংশ এলাকায়, বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে। সেসময় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। এদিন সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (২৯ মে) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে এবং সারাদেশেই রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
শুক্রবার (৩০ মে) দেশের প্রায় সব বিভাগে একই ধরনের বৃষ্টি এবং আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। ওই দিনও দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শনিবার (৩১ মে) আবহাওয়ার খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা থাকবে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টির প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম