শনিবার,

২৪ মে ২০২৫,

৯ জ্যৈষ্ঠ ১৪৩২

শনিবার,

২৪ মে ২০২৫,

৯ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, বৃষ্টি হতে পারে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৭, ২৩ মে ২০২৫

আপডেট: ২৩:১৮, ২৩ মে ২০২৫

Google News
বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, বৃষ্টি হতে পারে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর এর প্রভাবে বিশেষ করে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি কয়েক দিন থাকতে পারে। শুধু উপকূলীয় এলাকা নয়, বৃষ্টি হতে পারে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৭ মে পশ্চিম-মধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপ থেকে নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আছে। তবে ঘূর্ণিঝড় হলেও তা শক্তিশালী হ‌ওয়ার আশঙ্কা কম। এর প্রভাবে তখন উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।

এদিকে আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) দেশে প্রবেশ করতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। 

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, শনিবার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সাগরে ২৭ মে লঘুচাপ সৃষ্টির পর বৃষ্টিপাত বাড়বে। আপাতত এই কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের