
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এ যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান! ফ্যাশন-গ্ল্যামারের দুনিয়ায় মোদির ছবি গলায় শোভা পেল হারের সাজে। ফিল্মি জগতের ফ্যাশন দুনিয়ায় মোদির মুখ জায়গা পেল অভিনেত্রী রুচি গুজ্জারের গলার লকেটে। যে ছবি শোরগোল ফেলেছে নেটপাড়ায়।
কান চলচ্চিত্র উৎসবে বলিউড তারকারা বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। পাশাপাশি উৎসবের রেড কার্পেটে নজর থাকে তারকাদের ঝলমলে পোশাকের ওপরেও। ঊর্বশী রাউতেলা, জ্যাকলিন ফার্নান্দেজ, নীতাংশি গোয়েল, মৌনি রায়ের মতো তারকা ইতিমধ্যেই টপ ফ্যাশনে নজর কেড়েছেন। তবে যেন সকলকে ছাপিয়ে গেলেন অভিনেত্রী রুচি গুজ্জার।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়ে সবার নজর কেড়েছেন অভিনেত্রী। ঐতিহ্যবাহী রাজস্থানি ব্রাইডাল লুকে রেড কার্পেটে হেঁটেছেন তিনি, তবে তার গলার নেকলেসটি ছিল সবচেয়ে আকর্ষণীয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি কাস্টমাইজড নেকলেস পরেছিলেন রুচি, যা উৎসবে এক নতুন মাত্রা যোগ করেছে।
রুচি গুজ্জার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রেড কার্পেটের সেই লুকের কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অভিনেত্রী এটিকে ‘অত্যন্ত গর্বের মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।
সোনালি রঙের জমকালো লেহেঙ্গায় রুচিকে দেখা গেছে ঐতিহ্যবাহী রাজস্থানি সাজে। তার পোশাকটি ডিজাইন করেছেন রূপা শর্মা, যেখানে ছোট ছোট কাচ এবং সূক্ষ্ম সুতার কারুকাজ নজর কেড়েছে। পোশাকের সাথে মানানসই রুচিসম্মত বাঁধনির ওড়না তার সাজে এনেছে এক অন্যরকম পূর্ণতা।
কান-এ এমন ব্যতিক্রমী লুক প্রসঙ্গে রুচি বলেন, ‘এই নেকলেসটি আমার কাছে কেবল গয়না নয়, এটি বিশ্বস্তরে ভারতের উত্থানের প্রতীক। কান-এ এটি পরে আমি আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে চেয়েছিলাম, যার নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে।’
তার কথায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বজুড়ে ভারতের ভাবমূর্তি নতুন করে সংজ্ঞায়িত করেছেন। আমি সেই গর্ব আমার সঙ্গে বয়ে বেড়াতে চেয়েছিলাম। কান-এ রাজস্থান এবং ভারতের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য কেবল একটি স্মরণীয় মুহূর্ত নয়, এটি গোটা বিশ্বের কাছে নিজের দেশ সম্পর্কে দেওয়া একটি বার্তা।’
যদিও রুচির এই পদক্ষেপ নিয়ে নেটিজেনদের নানা মত। কেউ কেউ যেমন এই সাহস ও ফ্যাশনের প্রশংসা করেছেন। আবার অনেকে আন্তর্জাতিক মঞ্চে রুচির ‘রুচি’ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটপাড়ায়।
রেডিওটুডে নিউজ/আনাম