
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের উপ-পরিচালক থোং সুয়ে চুন বলেছেন, মন্ত্রণালয় অভ্যন্তরীণ পর্যটনের সুযোগ-সুবিধা বাড়াতে ধারাবাহিক পদক্ষেপ নিয়েছে এবং তা ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে। সিনহুয়া বার্তা সংস্থার সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান ‘চায়না অর্থনৈতিক গোলটেবিলে’ সোমবার তিনি একথা বলেন তিনি।
এই বছরের ১৯ মে, ১৫তম ‘চীন পর্যটন দিবস’। এপ্রসঙ্গে তিনি বলেন, ২০২৩ সাল থেকে ভিসা-মুক্তির আওতা সম্প্রসারণ করা, ভিসা পদ্ধতি সহজতর করা, মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রচার করা ও আবেদন ফি কমানোর মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরফলে ২০২৪ সালেই ভিসা-মুক্ত নীতির মাধ্যমে চীনে আসা মোট বিদেশীর সংখ্যা ৩.৩৯১ মিলিয়নে পৌঁছেছে, যা ২০২৩ সালের চেয়ে ১২০০.৬ গুণ বেড়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম