
টাঙ্গাইলের কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে দুই বাস যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের মুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘাটাইল উপজেলার গোসাইবাড়ি গ্রামের মো. মজিবর রহমানের ছেলে মো. আব্দুস সালাম (২৫) ও মির্জাপুর উপজেলার ছাতিয়াচুরা গ্রামের মরহুম হাবিবুর রহমানের ছেলে এস এম আলম (৩৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মুলিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসটি সড়কে পাশে খাদে ছিটকে পড়ে। পরে দুর্ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুজন মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম