শনিবার,

২৪ মে ২০২৫,

৯ জ্যৈষ্ঠ ১৪৩২

শনিবার,

২৪ মে ২০২৫,

৯ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

আয়ারল্যান্ডের বিপক্ষে,ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ২৩ মে ২০২৫

Google News
আয়ারল্যান্ডের বিপক্ষে,ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড

ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড। মাত্র ১৬ বলে ফিফটি তুলে নিয়েছেন তিনি। এতে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের রেকর্ডে ভাগ বসালেন ফোর্ড। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১৬ বলে ফিফটি করেছিলেন ডি ভিলিয়ার্স। এবার সেই রেকর্ডে নাম লেখালেন ২৩ বছর বয়সী ফোর্ড।

দলীয় ইনিংসের শেষ দিকে আট নম্বরে ব্যাট করতে নামেন ফোর্ড। এরপর মাঠজুড়ে ছক্কার বৃষ্টি নামান। ৮টি ছক্কা ও ২টি চারে মাত্র ১৯ বলে খেলেন ৫৮ রানের বিধ্বংসী ইনিংস, স্ট্রাইক রেট ৩০৫.২৬! 

ফোর্ডের ৫৬ রানই আসে বাউন্ডারি থেকে। অর্থাৎ ইনিংসের ৯৬.৫৫ শতাংশ রান এসেছে বাউন্ডারি মারার মাধ্যমে। ওয়ানডে ইতিহাসে ফিফটির কোনো ইনিংসে বাউন্ডারি থেকে রান আয়ের দিক থেকে এটি নতুন রেকর্ড। এর আগে সর্বোচ্চ ছিল আন্দ্রে ফ্লেচারের ৯৬.১৫ শতাংশ (২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৫২ রানে ৫০ রানই এসেছে বাউন্ডারি থেকে)।

নিচের দিকে ব্যাটিংয়ে নেমে ওয়ানডেতে ৮ ছক্কা মারার কীর্তিও গড়েছেন ফোর্ড। আট বা তার নিচে ব্যাট করে এত ছক্কার নজির নেই। এর আগে সর্বোচ্চ ছিল ৭টি ছক্কা আব্দুল রাজ্জাক (২০০৩) ও তানভির আফজালের (২০১৫)।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে আরও এক দুর্দান্ত ইনিংস খেলেছেন তিন নম্বরে নামা কেসি কার্টি। তিনি ১০৯ বলে করেন ১০২ রান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩৫২ রান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের