
আগামীকাল বুধবার সকালে যুদ্ধাপরাধী মামলা থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পাবেন বলে আশাবাদী তার আইনজীবী শিশির মনির।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ইনশাল্লাহ আশা করি আগামীকাল সকালে (৯-১০টা) এ টি এম আজহারুল ইসলাম ভাই পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাবেন।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলামের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।
বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক ব্লকে চিকিৎসাধীন আছেন আজহারুল ইসলাম। আদালতের আদেশের নথিপত্র পেলে কারা কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।
রেডিওটুডে নিউজ/আনাম