বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫,

১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫,

১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

আসিফ মাহমুদের স্ট্যাটাস

লুটপাটের ‘সেটেলমেন্ট’ ভাঙনের মুখে, তাই সংস্কার ভালো লাগছে না

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৮, ২৭ মে ২০২৫

আপডেট: ১১:৩৯, ২৭ মে ২০২৫

Google News
লুটপাটের ‘সেটেলমেন্ট’ ভাঙনের মুখে, তাই সংস্কার ভালো লাগছে না

জনতার মঞ্চের কার্যক্রম ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা লুটপাটের ‘সেটেলমেন্ট’ এখন ভাঙনের মুখে, তাই কোনো ধরনের সংস্কারই আর ভালো লাগছে না সংশ্লিষ্ট মহলের।

গতকাল সোমবার (২৬ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেছেন, সংবাদ সম্মেলনে এক রাজনৈতিক দলের ব্যবসায়ী নেতা বললেন, শিল্পে গ্যাস না দিয়ে যেন বুদ্ধিজীবী হত্যার মতোই ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে! শ্রমিকদের বেতন দিতে দেরি হলে সরকার হুমকি দিচ্ছে। শুনে মনে হবে, কী ভয়ংকর জুলুমবাজ সরকার! অথচ পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় শিল্পে গ্যাস সরবরাহ ২২ শতাংশ বেড়েছে এবং তা ধারাবাহিকভাবে বাড়ছেই।

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, জনতার মঞ্চের বিভিন্ন উইংয়ের মুভগুলো স্পষ্ট হচ্ছে। দীর্ঘদিনের লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোনো সংস্কারই আর ভালো লাগছে না।

তিনি এই সরকারের শিল্পখাতে গ্যাস সরবরাহের একটি বাস্তব চিত্র তুলে ধরেন তার ফেসবুক পোস্টে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের