বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫,

১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫,

১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

বর্তমান সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না: জি এম কাদের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৬, ২৭ মে ২০২৫

Google News
বর্তমান সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না: জি এম কাদের

আইনশৃঙ্খলার ‘চরম অবনতিতে’ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তার প্রশ্ন, যে সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাদের কি ক্ষমতা আকড়ে থাকার অধিকার থাকে? 

মঙ্গলবার বিবৃতিতে এ কথা বলেছেন শেখ হাসিনা আমলের বিরোধীদলীয় নেতা জি এম কাদের। তিনি বলেন, প্রকাশিত খবরে জানা যায়, সকাল ১০টায় মিরপুরে জাতীয় সুইমিংপুল কমপ্লেক্স এলাকায় ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। একদিন আগে বাড্ডায় গুদারাঘাট এলাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। শুধু অলিগলি নয়, প্রধান সড়কেও প্রকাশ্য দিবালোকে ছিনতাই হচ্ছে। 

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে গত চার নির্বাচনে অংশ নেওয়ায় ফ্যাসিবাদের দোসর তকমা পেয়েছে জাপা। জি এম কাদের ৫ আগস্টের অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছিলেন। অভ্যুত্থানের ছাত্র নেতারা জাপাকে সরকারের কার্যক্রমে ডাকার বিরোধিতা করায় দলটি আর ডাক পাচ্ছে না। জি এম কাদেরও সরকারের সমালোচক হিসেবে আভির্ভূত হয়েছেন। 

বিবৃতিতে তিনি বলেছেন, সন্ত্রাসীদের দৌরাত্ম্য জনজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ঘর থেকে বের হলে ঘরে ফেরার স্বাভাবিক নিশ্চয়তা নেই। বর্তমান সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না। বারবার আশ্বাস দিলেও বাস্তবতা ভিন্ন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের