
ঢাকার কয়েকটি কিশোর গ্যাংয়ের মদতদাতা শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ চার জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা তথ্য বলছে, ৫৬ বছর বয়সী এই ব্যক্তি কুখ্যাত কিশোর গ্যাং 'টিন এজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলক্যানো’ এবং দুর্ধর্ষ অপরাধী ‘কব্জিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার' এর গডফাদার হিসেবে পরিচিত।
মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা থাকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য বলছেন, বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে ১৫টিরও অধিক মামলা রয়েছে।
এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য কাছের সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিকে সবাইকে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।
রেডিওটুডে নিউজ/আনাম