
শনিবার ইকুয়েডরের প্রেসিডেন্ট ডেনিয়েল নোবোয়ার আমন্ত্রণে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত, শিক্ষামন্ত্রী হুয়াই চিন ভেং সে দেশের রাজধানী কুইটোতে প্রেসিডেন্ট ডেনিয়েল নোবোয়ার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এর আগের দিন, শিক্ষামন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্ করেন।
এসময় জনাব হুয়াই প্রেসিডেন্ট নোবোয়ারকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, চীন ইকুয়েডরের সঙ্গে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে এবং দু’দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের সুফল অর্জন করতে চায়।
প্রেসিডেন্ট নোবোয়ার বলন, প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ দূত পাঠানোতে তিনি কৃতজ্ঞ। তাঁর দেশ সবসময় দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে এবং তাঁর নতুন সরকার বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়।
রেডিওটুডে নিউজ/আনাম