সোমবার,

২৬ মে ২০২৫,

১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সোমবার,

২৬ মে ২০২৫,

১১ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

হাসপাতালে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৬, ২৫ মে ২০২৫

Google News
হাসপাতালে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবক রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা অবস্থায় বিষপান করেছেন। আন্দোলনে আহতদের পুনর্বাসনসহ দুই দাবি পূরণে রবিবার (২৫ মে) দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বিষয়টি নিশ্চিত করেছে।

বিষপানকারীরা হলেন শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (আবু তাহের)। পরে তাদের তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

জানা গেছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সিইও লে. কর্নেল কামাল আকবার ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এর পরিচালক এক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সভায় জুলাই যোদ্ধাদের চিকিৎসা সেবা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ জীবনমান নিয়ে গঠনমূলক আলোচনা হয়। দীর্ঘ আলোচনার মাধ্যমে তাদের নানাবিধ সমস্যা, উদ্বেগ এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত পরিকল্পনা উন্মোচিত হয়।

এই আলোচনার মূল লক্ষ্য ছিল—জুলাই যোদ্ধাদের প্রতি কোনও প্রকার অবহেলা বা অবমূল্যায়ন যেন না হয়, তা নিশ্চিত করা।  সভা চলাকালে খবর আসে, জুলাই যোদ্ধাদের মধ্যে ৪ জন ভবিষ্যৎ নিয়ে চরম হতাশা, দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় ভুগে নিজেদের জীবনের প্রতি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বিষপান করেন। কিছুদিন আগে বিদেশে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন, এমন একজন আছেন তাদের মধ্যে।

তাৎক্ষণিকভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং হসপিটালের ব্যবস্থাপনায় দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আক্রান্তদের সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে ফাউন্ডেশনের সিইও বলেন, জুলাই যোদ্ধারা আমাদের অহংকার। তাদের মনোবল যেন ভেঙে না পড়ে, সে জন্য ফাউন্ডেশন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। চিকিৎসা, পুনর্বাসন, ও সামাজিক স্বীকৃতি নিয়ে ফাউন্ডেশন সরকার ও সংশ্লিষ্ট সকল মহলের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ করছি। আমাদের প্রতিটি যোদ্ধা যেন সাহসিকতার সাথে জীবনের সঙ্গে লড়াই করতে পারে, সে জন্য আমরা তাদের পাশে আছি ও থাকব।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের