দেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ আমি নেব না : প্রধান উপদেষ্টা

রোববার,

১৪ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

১৪ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

দেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ আমি নেব না : প্রধান উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৬, ২৫ মে ২০২৫

Google News
দেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ আমি নেব না : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তিনি দায়িত্বে থাকাকালীন দেশের অনিষ্ট হয়—এমন কোনো কাজ তার মাধ্যমে ঘটবে না।

আজ রোববার (২৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

ভাষণে ড. ইউনূস বলেন, আমি যতদিন দায়িত্বে থাকব, নিশ্চিত থাকেন—দেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ আমি নেব না।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর উদ্ভূত অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমরা এখন এক ধরনের যুদ্ধাবস্থার মধ্যে আছি। দেশে এবং দেশের বাইরে এমন পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যাতে আমরা অগ্রসর হতে না পারি। বিভাজনের এই দুঃসময় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আমি মনে সাহস পেয়েছি, সবাইকে এক টেবিলে বসাতে পেরে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যেভাবে একটু দাঁড়াতে পেরেছি, সেটিকে সামনে এগিয়ে নিতে হবে। যদি সুষ্ঠু নির্বাচন না হয়, আমি নিজেকে অপরাধী ভাবব।

‘দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে পুনর্গঠনের সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন তিনি। এই অভ্যুত্থান আমাদের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে,’ বলেন প্রধান উপদেষ্টা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের