রোববার,

২৫ মে ২০২৫,

১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রোববার,

২৫ মে ২০২৫,

১১ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

চানখাঁরপুলে গণহত্যা: আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৫, ২৫ মে ২০২৫

Google News
চানখাঁরপুলে গণহত্যা: আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল

রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার অভিযোগে দায়ে করা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশে সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের এটি প্রথম কোনো মামলার ফরমাল চার্জ দাখিল । এরপরই শুরু হবে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া ।

রোববার (২৫ মে) সকালে প্রসিকিউশনের পক্ষ ট্রাইব্যুনালের রেজিস্টার বরাবর এই ফরমাল চার্জ জমা দেয়া হয়। এই মামলার শুনানীর জন্য চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমইচ তামিম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত ২০ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ছাড়াও অন্য আসামিরা হলেন- ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আকতারুল ইসলাম, এসি মো. ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। 

আসামিদের মধ্যে চারজন এখনও পলাতক রয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের