সোমবার,

২৬ মে ২০২৫,

১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সোমবার,

২৬ মে ২০২৫,

১১ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করে দিলো সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৮, ২৫ মে ২০২৫

Google News
কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করে দিলো সরকার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার সরকারি মূল্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ রোববার (২৫ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব তথ্য জানান।

ঢাকায় ছোট গরুর চামড়া সর্বনিম্ন ১ হাজার ৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য ঢাকায় ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

খাসির চামড়ার ক্ষেত্রেও আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ২২ থেকে ২৭ টাকা এবং ঢাকার বাইরে ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা জানান, কোরবানির চামড়া সংরক্ষণে দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হবে। এছাড়া ঈদের পরবর্তী ১০ দিনের মধ্যে ঢাকার বাইরের চামড়া রাজধানীতে আনা যাবে না—এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের