
চট্টগ্রাম বন্দরকে অন্তর্বর্তী সরকার সংস্কার করতে চায় এবং এটা কাউকে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (২৫ মে) দুপুরে রাজধানী এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না।
প্রেস সচিব আরও বলেন, আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হলে শক্তিশালী পোর্ট দরকার উল্লেখ করে তিনি আরও বলেন, চিটাগং পোর্টকে বিশ্বমানের করতে কাজ করছে সরকার।
শফিকুল আলম বলেন, বিগত সময়ে গোষ্ঠী সার্থের পেছনে পুঁজিবাজার কাজ করেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কেউ কাজ করেনি। পুরো শেয়ার বাজার ডাকাতদের আড্ডাখানায় রূপ নিয়েছিলো।
শেয়ার বাজারকে বিশ্বমানের করতে এবং কোনো গোষ্ঠীকে সুবিধা না দিতেই বিদেশি বিশেষজ্ঞ দিয়ে এ খাত রিফর্ম করা হবে বলে জানান তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম