বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫,

১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫,

১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

প্রধান উপদেষ্টার বৈঠকে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় বিএনপি হতাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৫, ২৭ মে ২০২৫

আপডেট: ২৩:১৬, ২৭ মে ২০২৫

Google News
প্রধান উপদেষ্টার বৈঠকে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় বিএনপি হতাশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় বিএনপি হতাশ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলে বর্তমান সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা বিএনপির জন্য কঠিন হয়ে উঠবে। 

মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

খন্দকার মোশাররফ বলেন, ২৪ মে প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। একই দিনে আরও দুটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। আমরা আপনাদের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। পরের দিন আরও ২০টি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। রাজনৈতিক দলসমূহের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে, তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি।

তিনি আরও বলেন, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনও চায় না। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি।

একটি মহল নির্বাচন পেছাতে নানা উসিলা দাঁড় করাচ্ছে এমন অভিযোগ করে, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে ঐক্যমত্যের ভিত্তিতে দেশ পরিচালনার দাগিদ দেন বিএনপির এই নেতা। 

একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন বন্ধ করা সম্ভব, তাই দ্রুত একটি নির্বাচনের আয়োজনই হবে এই সরকার প্রধান কাজ বলে মনে করেন ড. খন্দকার মোশাররফ। 

ফ্যাসিস্টদের বিচার বিএনপিও চায় মন্তব্য করে তিনি বলেন, এই বিচার স্বাধীনভাবে হওয়া উচিত যেখানে দিনক্ষণ দিয়ে আওয়ামী লীগের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে।  

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের