বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫,

১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫,

১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

কান-এর রেড কার্পেটে ছিঁড়ে গেল বহুমূল্য হিরের হার! স্মার্টনেসেই তাক লাগালেন আলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ২৭ মে ২০২৫

আপডেট: ২০:৩৬, ২৭ মে ২০২৫

Google News
কান-এর রেড কার্পেটে ছিঁড়ে গেল বহুমূল্য হিরের হার! স্মার্টনেসেই তাক লাগালেন আলিয়া

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসব মাতিয়েছেন বলিউড ডিভা আলিয়া ভাট। লরিয়েলের বিজ্ঞাপনী দূত হিসেবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন আলিয়া ভাট। ফ্রেঞ্চ রিভেরাঁয় মোট তিনটি লুকে ধরা দেন অভিনেত্রী। প্রথম দিনে প্যাস্টেল শেডের শিয়াপরেলি কালেকশনের বডিকন ড্রেসে চোখ ধাঁধিয়ে দেন। আবার কখনো বা রাতপার্টিতে তার পোশাকে ফুটে ওঠে নক্ষত্র সমাহার!

কানের শেষ দিনে গুচির পোশাকে যখন ঝলমল করছিলেন কাপুর বধু, ঠিক তখনই ঘটে এক কাণ্ড। আরেকটু হলেই পোশাক বিভ্রাটের শিকার হতে হতো আলিয়াকে, তবে বুদ্ধি খাটিয়ে তৎক্ষণাৎ যেভাবে পরিস্থিতির সামাল দেন আলিয়া, তাতে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগী তো বটেই, এমনকি বলিপাড়ার সহকর্মীরাও।

আলিয়া যখন রেড কার্পেটে দাঁড়িয়ে পাপারাৎসিদের ক্যামেরায় পোজ দিচ্ছেন, তখন হঠাৎই গলা থেকে খসে পড়ে যাচ্ছিল তার বহুমূল্য মালাবার গোল্ডসের সোনা এবং হীরার নেকলেস। তবে বিন্দুমাত্র ইতঃস্তত বোধ না করে প্রায় সবার অগোচরেই আলতো করে ঘাড়ের কাছে হাত নিয়ে যান অভিনেত্রী। নেকলেসটিকে যথাস্থানে চেপে রেখে ঘাড়ে হাত দিয়ে পোজ দেন। আর সেই ছবিই এখন নেট দুনিয়ায় চর্চার শিরোনামে।

গলায় থাকা নেকলেস পরে যেতে নিলে যথাস্থানে চেপে রেখে ঘাড়ে হাত দিয়ে পোজ দেন আলিয়া

আলিয়ার এমন উপস্থিত বুদ্ধি প্রশংসা কুড়িয়েছে নেটপাড়ায়। অনেকে আবার গয়না প্রস্তুতকারক সংস্থাকে কটাক্ষ করেন এমন ভঙ্গুর হার তৈরি করার জন্য।

কানে গুচির পোশাকে ফ্যাশনপ্রেমীদের মুগ্ধ করেছেন আলিয়া ভাট

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের