বৃহস্পতিবার,

১০ জুলাই ২০২৫,

২৬ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

১০ জুলাই ২০২৫,

২৬ আষাঢ় ১৪৩২

Radio Today News

সমুদ্র থেকে ১৩ কিলোমিটার দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৭, ৯ জুলাই ২০২৫

Google News
সমুদ্র থেকে ১৩ কিলোমিটার দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া সংলগ্ন সমুদ্রতীরে মরদেহটি ভেসে ওঠে। নিখোঁজের স্থান হিমছড়ি সমুদ্র সৈকত থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে পাওয়া গেছে আসিফকে।

মৃত আসিফ আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বগুড়া জেলার বাসিন্দা।

এর আগে মঙ্গলবার (৮ জুলাই) ভোরে সমুদ্রস্নানে নামলে চবির তিন শিক্ষার্থী—আসিফ আহমেদ, অরিত্র হাসান ও সাদমান রহমান সাবাব নিখোঁজ হন। এর মধ্যে আজ দ্বিতীয় জনের মরদেহ উদ্ধার করা হলো।

এ বিষয়ে কালের কণ্ঠকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভির মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘গতকাল ঘটনার পরপরই আমাদের বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক কক্সবাজারে গেছেন। গত কয়েকদিন ধরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে, যার ফলে উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে।

তবে উদ্ধারকারী দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো নিখোঁজ শিক্ষার্থী অরিত্র হাসানের খোঁজে উদ্ধার অভিযান চলছে।’
তিনি আরো বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার গতকাল থেকেই কক্সবাজারে অবস্থান করছেন। মরদেহ শনাক্ত হওয়ার পরপরই যথাযথ প্রক্রিয়ায় তা পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গতকাল হিমছড়ি সমুদ্র সৈকত থেকেই সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের