
নরসিংদীতে কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ লেগুনার ৬ যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী।
শুক্রবার (১৬ জুলাই) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের পাঁচদোনার ভাটপাড়া চাকশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের ৬ জনের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা পুলিশ।
তারা হলেন-গাজীপুরের কালিগঞ্জ এলাকার মোজাফফর মিয়ার ছেলে চান মিয়া (৫৫), নেত্রকোনা জেলার আমান মিয়া (২৩), সুনামগঞ্জ
জেলার ঝরনা বেগম (৩৬), তার ছেলে আল-আমিন মিয়া (১০)। বাকী দুইজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াশাল থেকে একটি লেগুনা ১১ জন যাত্রী নিয়ে পাঁচদোনার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়। স্থানীয়রা আহত আরও ৯ যাত্রীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠালে সেখানে আরও ৪ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেলেও বাকী দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহগুলো সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অসতর্কতামূলক গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রেডিওটুডে নিউজ/ইকে