এবার ঢাকায় আরও এক বাসে আগুন

বুধবার,

১২ নভেম্বর ২০২৫,

২৮ কার্তিক ১৪৩২

বুধবার,

১২ নভেম্বর ২০২৫,

২৮ কার্তিক ১৪৩২

Radio Today News

এবার ঢাকায় আরও এক বাসে আগুন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫১, ১২ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:০২, ১২ নভেম্বর ২০২৫

Google News
এবার ঢাকায় আরও এক বাসে আগুন

রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো  হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তাদের কাছে বাসে অগ্নিকাণ্ডের এই খবর আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন ডিউটি অফিসার জানান, আজ সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি জানান, আগুন কীভাবে লেগেছে বা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের