ভয়াবহ ভূমিকম্পে ঢাকায় যেসব এলাকায় হেলে পড়ল ভবন

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ভয়াবহ ভূমিকম্পে ঢাকায় যেসব এলাকায় হেলে পড়ল ভবন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৮, ২১ নভেম্বর ২০২৫

Google News
ভয়াবহ ভূমিকম্পে ঢাকায় যেসব এলাকায় হেলে পড়ল ভবন

রাজধানী ঢাকায় ভয়াবহ ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। যার উৎপত্তিস্থল ঢাকার অদূরে নরসিংদীর ঘোড়াশাল এলাকার কাছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে মারাত্মক এই ভূমিকম্প হয়। রাজধানীতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এরই মধ্যে বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এর মাত্রা ছিল ৫.৭ রিখটার স্কেল। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প। 

রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় একটি বহুতল ভবন পাশের আরেকটি ভবনের গায়ে হেলে পড়েছে। হেলে পড়া ভবনের লিটফ ছিঁড়ে পড়ে গেছে বলেও জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। বাড্ডায় বেশিরভাগ ভবনে ফাটল ধরেছে।

রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বহুতল ভবন পাশের অপর একটি ভবনের গায়ে হেলে পড়েছে। মধুবাগ এলাকায় সেই ভবন হেলে পড়লেও সেখান থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল বলে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোরে ভূমিকম্পে একটি ভবনে দুই দেয়ালের সংযোগস্থলে ফাটল দেখা দিয়েছে। রাজধানীর মিরপুরের ১০ নম্বরের কাছাকাছি একটি এলাকায় আরেকটি ভবন হেলে পড়েছে বলে জানা গেছে। তবে এই ভবনের বাসিন্দারা অক্ষত আছেন বলে জানা গেছে।

রাজধানীর নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় বহুতল ভবন হেলে পড়েছে। এখানেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাজধানীর নিকুঞ্জে আরেকটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। তবে এখানেও বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি। এই ভবনের গায়ে একাধিক ফাটল দেখা গেছে। এ ছাড়া রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগের একটি ভবন হেলে পড়েছে বলে জানা গেছে।

এ ছাড়া রাজধানীর শেওড়াপাড়ায়ও একটি ভবন হেলে পড়েছে বলে জানা গেছ। তবে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

এদিকে রাজধানীর বংশালের কসাইটুলিতে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেনে। বিষয়টি নিশ্চিত করেছে বংশাল থানা পুলিশ।

অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের