রাজধানীতে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে আসেন। আতঙ্কের মধ্যেই দুই হলের উঁচু তলা থেকে লাফিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আহত শিক্ষার্থীর পা ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মুহসীন হলের আহত দুই শিক্ষার্থীর মধ্যে একজন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আহমেদ। অন্যজন একই শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। দুজনই নিচে লাফ দেওয়ার সময় আঘাত পান।
এদিকে স্যার এ এফ রহমান হলের একটি কক্ষেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
ভূমিকম্পের সময় বিভিন্ন হলের শিক্ষার্থীরা দৌড়ে নিচে নেমে আসে। বহু ভবনে কম্পন অনুভূত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই বাসা-বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর।
রেডিওটুডে নিউজ/আনাম

