জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০–এর ভেন্যুতে বড় ধরনের অগ্নিকাণ্ড

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০–এর ভেন্যুতে বড় ধরনের অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৪২, ২১ নভেম্বর ২০২৫

Google News
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০–এর ভেন্যুতে বড় ধরনের অগ্নিকাণ্ড

দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের বেলেমে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০–এর ভেন্যুতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) জনাকীর্ণ প্যাভিলিয়নের ভেতর আগুন ছড়িয়ে পড়তেই কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত বেরিয়ে যেতে হয় বলে জানিয়েছে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আলোচনার শেষ ধাপ চলছিল ঠিক তখন। হঠাৎ ধোঁয়া আর উত্তাপ টের পেয়ে ভেন্যু জুড়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। নিরাপত্তাকর্মীরা দিক-নির্দেশনা দিতে দৌড়াচ্ছিলেন, আর দমকলকর্মীরা ভেতরের শামিয়ানা ঘেরা অংশে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। কারও কারও মুখে শোনা যায়, ‘সালিডা! সালিডা! গেট আউট!’

প্রতিবেদনে আরও বলা হয়, আগুনের সূত্রপাত হয় দেশগুলোর প্যাভিলিয়ন জোনে। যেখানে সাধারণত প্রদর্শনী, আলোচনা আর প্রতিনিধিদের জন্য নানা আয়োজন চলে। ঠিক কোথা থেকে আগুন শুরু হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কপ সভাপতির দফতরের একটি সূত্র জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে কোনও আহতের খবর পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা বলেছেন পরিস্থিতি পর্যবেক্ষণে আছে। অ্যামাজন অঞ্চলের পুরোনো একটি বিমানবন্দরের জায়গায় নির্মিত বিশাল তাঁবু–ভিত্তিক এই ভেন্যুতে দিনের বেশির ভাগ সময়ই হাজার হাজার মানুষ চলাচল করেন।

প্রতিবেদনে আরও বলা হয়,  হঠাৎ এ অগ্নিকাণ্ডে সম্মেলনের আলোচনা তালিকাও ব্যাহত হয়। প্রতিনিধি ও আয়োজকেরা বলছেন, পরিস্থিতি স্থিতিশীল হলে পুরো কার্যক্রম আবার শুরু করা হবে।

প্রসঙ্গত, দুই সপ্তাহব্যাপী এই বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারও মানুষ অংশ নিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে শেষ দিন শুক্রবার, ২১ নভেম্বর। তবে আগে যেমন হয়েছে, শেষ মুহূর্তে সমঝোতা তৈরির প্রয়োজন হলে সময় বাড়ানো হতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের