কেনিয়ায় বন্যায় হাজারো মানুষ বাস্তুচ্যুত

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫,

৫ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫,

৫ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

কেনিয়ায় বন্যায় হাজারো মানুষ বাস্তুচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪১, ১৯ নভেম্বর ২০২৫

Google News
কেনিয়ায় বন্যায় হাজারো মানুষ বাস্তুচ্যুত

কেনিয়ার জনপ্রিয় লেক নাইভাশায় সাধারণত পর্যটকদের নিয়ে নৌকা চলাচল করে। কিন্তু, গত কয়েক সপ্তাহে সেইসব নৌকায় করে বন্যার্তদের সরিয়ে নেওয়া হচ্ছে।

নাইভাশা থেকো বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক দশকেরও বেশি সময় ধরে নাইভাশা লেকের পানির স্তর বৃদ্ধি পাচ্ছে এবং বারবার এর পাড় ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। তার পরেও কিহোতো জেলার স্থানীয়রা এ বছর এখনো পানির স্তর এতো বেশি দেখে হতবাক হয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা রোজ আলেরো বলেন, এখানে আগে কখনো এরকম ঘটনা ঘটেনি।

স্থানীয় কর্মকর্তারা জানান, রিফট ভ্যালি লেকটি সে দেশের অভ্যন্তরে দেড় কিলোমিটার পর্যন্ত রয়েছে।

৫১ বছর বয়সি এক নারী জানান, পানির স্তর বৃদ্ধির জন্য মানুষ ভোগান্তি পোহাচ্ছে। আমার বাড়িতে কোমর সমান পানি এবং আমাদের পুরো জেলায় মানুষের টয়লেট পর্যন্ত ডুবে গেছে।

তিনি আরো বলেন, মানুষ আটকে পড়ে আছে ... তাদের কোথাও যাওয়ার উপায় নেই।

বহু মানুষ তাদের সবকিছু হারিয়েছে। শত-শত বাড়িঘর সম্পূর্ণ ডুবে গেছে। গির্জা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুলিশ স্টেশনগুলো পানিবন্দি রয়েছে। শিশুরা স্কুলে যেতে পারছে না।

এই দৃশ্য রিফট ভ্যালির অন্যান্য লেকেও পরিলক্ষিত হচ্ছে। এসব কারণে হাজার-হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

নাকুরু কাউন্টির দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান জয়েস চেচে জানান, ক্রমবর্ধমান পানি বৃদ্ধির কারণে ৭ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ঘটনাটি বন্যপ্রাণীর ওপরও প্রভাব ফেলেছে এবং পর্যটন ও অন্যান্য ব্যবসা হুমকির মুখে পড়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের