দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের মুখে নোরা ফাতেহি

সোমবার,

১৭ নভেম্বর ২০২৫,

৩ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

১৭ নভেম্বর ২০২৫,

৩ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের মুখে নোরা ফাতেহি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪১, ১৭ নভেম্বর ২০২৫

Google News
দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের মুখে নোরা ফাতেহি

বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র নতুন কিছু নয়। এর আগে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের মুখে পড়েছেন অনেক তারকা। সম্প্রতি মাদক পাচার তদন্তে আরও কয়েকজন বলিউড তারকার পাশাপাশি সেই তালিকায় উঠে এসেছে নোরা ফাতেহির নাম। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোলের শিকার হচ্ছেন তিনি। এ অভিযোগ নিয়ে নীরবতা ভাঙলেন নোরা।

ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা ফাতেহি লিখেছেন, ‘আমি পার্টিতে যাই না। আমি বিরতিহীন কাজ করি। আমার কোনো ব্যক্তিগত জীবন নেই। পার্টি করতে ভালোবাসেন—এমন লোকদের সঙ্গে নিজেকে যুক্ত করি না। যদি ছুটি নিই, তাহলে দুবাইয়ের নিজের বাড়িতে বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি।’

দাউদ ইব্রাহিমের মাদক পার্টির সাথে তার নাম জড়িত থাকার অভিযোগ নাখোস করে দিয়েছেন নোরা। তার দাবি, একটি গোষ্ঠি তার বদনাম ছড়ানোর জন্য মিথ্যা খবর ছড়াচ্ছে। কিন্তু তাদের সেই চেষ্টা প্রতিহত করতে চান তিনি।

তিনি আরও লিখেছেন, ‘আমার মনে হয়, আমার নামটাই সবার কাছে সহজ লক্ষ্য। কিন্তু আর এটা হতে দেব না। অনেকে আমার বদনাম ছড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। এর আগেও তারা মিথ্যা খবর ছড়িয়েছে কিন্তু তা কোনো কাজে আসেনি। এর আগে বিষয়গুলো নিয়ে আমি চুপ করে ছিলাম। কিন্তু এখন আর চুপ থাকবো না।”

সম্প্রতি নোরা ফাতেহিকে দেখা গেছে আয়ুষ্মান খুরানা ও রাশ্মিকা মন্দান্না অভিনীত ‘থামা’ ছবির ‘দিলবার কি আঁখো কা’ গানে। শিগগিরই দক্ষিণ ভারতীয় হরর সিনেমা ‘কাঞ্চনা ৪’-এও দেখা যাবে তাকে। সূত্র: ইন্ডিয়া ডটকম ও মাসালা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের